নেতানিয়াহুর বাসভবনের কাছে আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন

নেতানিয়াহুর বাসভবনের কাছে আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
লেবানন থেকে উৎক্ষেপণ করা হিজবুল্লাহর একটি ড্রোন ইসরায়েলের কেন্দ্রীয় শহর সিজারিয়াতে আঘাত হেনেছে। উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনও এই শহরেই অবস্থিত। আজ বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে, যার ভিত্তিতে সংবাদটি প্রকাশ করেছে আল জাজিরা।

আইডিএফের বিবৃতিতে জানানো হয়েছে, লেবানন থেকে ইসরায়েলের কেন্দ্রীয় শহর লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে দুটি ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও একটি ড্রোন সিজারিয়ার একটি ভবনে আঘাত হানে।

ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তারা এখনো বিশদ বিবরণ প্রকাশ করেনি এবং পুরো ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলার পরপরই তেল আবিবের দক্ষিণে অবস্থিত সিজারিয়ায় যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com