ইরানে হামলার সময় বাংকারে আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

ইরানে হামলার সময় বাংকারে আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ইরানে হামলার সময় একটি ভূগর্ভস্থ কক্ষে (বাংকার) আশ্রয় নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটিতে সেসময়ের ছবিও প্রকাশিত হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, ইরানে তাদের হামলা সফল হয়েছে এবং অভিযান শেষে তাদের যুদ্ধবিমান দেশে ফিরে এসেছে। গত শুক্রবার রাতে ইরান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরান মাসখানেক আগে ইসরায়েলের দিকে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল, যা ইসরায়েলি আক্রমণের পূর্বাভাস হিসেবে ধরা হচ্ছিল। ইরানের সামরিক স্থাপনায় সফল আঘাতের দাবি করলেও ইরানের দাবি, বেশিরভাগ হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে এবং সীমিত আকারে ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র নির্মাণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। গত বছর ইরানে তৈরি ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে আঘাত হেনেছিল, যা প্রতিরোধ করতে এবার সেই স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে।

টাইমস অব ইসরায়েল জানায়, ইরানে হামলার সময় তেল আবিবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি বাংকারে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com