শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাওলানা শহীদুল ইসলাম আটক

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাওলানা শহীদুল ইসলাম আটক

 নিজস্ব সংবাদদাতা : সাভারে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাওলানা শহীদুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২৩ (নভেম্বর) -২০২৪ নগরীর এতিমখানা রোডে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাওলানা শহীদুল ইসলামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট খারদিয়া গ্রামের মৃত মজিদ মোল্যার ছেলে । জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযুক্ত মাওলানা শহীদুল ইসলাম মিথ্যা অজুহাতে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এক শিক্ষার্থীকে নিজের শোয়ার ঘরে ডেকে আনেন। ভুক্তভোগী ওই শিক্ষার্থী নাজেরা বিভাগের শিক্ষার্থী। রাতেই একাধিকবার তাকে বলাৎকার করার চেষ্টা করেন। এ ঘটনার কিছুক্ষণ পরে রাতেই ওই শিক্ষার্থী মোবাইল ফোনে তার অভিভাবককে জানান।

তারপর মহল্লাবাসী এসে গণধোলাইয় দেয়। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পরিচালক থানা মসজিদের পেশ ইমাম আবু বকর সিদ্দিক অপচেষ্টা চালান। জানাজানি হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গিয়ে ওই শহীদুল ইসলামকে আটক করে থানায় আনেন। আটকের পর নিজে প্রতিদিনের কাগজ পত্রিকার অফিসে পিওন পরিচয় দেন। পুলিশ তার কাছে পিওনের একটি পরিচয়পত্র জব্দ করেন। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ফজলু মিয়া বলেন, এই শহিদুল ইসলামের দৃষ্টান্ত বিচার চাই।

যে বিচার দেখে অন্য কোন হুজুর অন্য কারোর সন্তানের ক্ষতি করতে না পারে মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় পরিচালক ও থানা মসজিদের পেশ ইমাম মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাটি আমার অগোচর হয়েছে বিষয়টি নিয়ে আমি বসে সমাধান করার চেষ্টা করেছি। পরে পুলিশের কাছে থাকে হস্তান্তর করা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, অভিযুক্ত শহীদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com