দুদিনের রিমান্ডে সাবেক আইজিপি শহীদুল ও যুগ্ম সচিব কিবরিয়া

দুদিনের রিমান্ডে সাবেক আইজিপি শহীদুল ও যুগ্ম সচিব কিবরিয়া

নিজস্ব  প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হক ও যুগ্ম সচিব কিবরিয়াসহ তিনজনকে দুদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে কুমিল্লা সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক যুগ্ম সচিব গোলাম কিবরিয়া ও জহিরুল ইসলাম সেলিম নামে তিনজনের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত থেকে দুদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময় এই ঘটনায় মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারসহ অসংখ্য নেতাকর্মীকে হয়রানি করা হয়েছে। বর্তমানের মামলায় সঠিক আসামিরা মুখোমুখি হবে বলে আমরা প্রত্যাশা করি।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com