ক্রীড়া ডেস্ক || নেত্রকোণার আলো ডটকম:
প্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের জন্য নতুন কিছু নয়। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের মতো প্রতিযোগিতায় প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর ৫-২ গোলের জয়ে ফিরে আসা সত্যিই এক অবিশ্বাস্য ইতিহাস। এই ইতিহাসের নায়ক ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র, যার দুর্দান্ত হ্যাটট্রিক ডর্টমুন্ডের বিপক্ষে রিয়াল মাদ্রিদকে বিশাল জয় এনে দিয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে দুই গোল হজম করে রিয়াল মাদ্রিদ। ডোনিয়েল মালেন ও জেমি গিটেন্সের গোলে এগিয়ে যায় বরুশিয়া ডর্টমুন্ড। তবে দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তির শিষ্যরা স্রেফ ভেলকি দেখিয়ে ৩৩ মিনিটের মধ্যে পাঁচ গোল করে সমর্থকদের মাঝে উচ্ছ্বাস ফিরিয়ে আনে।
প্রথমার্ধের ৩০তম মিনিটে লুকাস ভাসকেসের ভুলে ডর্টমুন্ড প্রথম গোলটি পায়। সেহু গিয়ার্সির পাস থেকে ডাচ ফরোয়ার্ড মালেন দুর্দান্ত শটে রিয়ালের জালে বল পাঠান। চার মিনিটের মধ্যেই রিয়ালের রক্ষণের আরেকটি ভুলের সুযোগ নিয়ে জেমি গিটেন্স দ্বিতীয় গোলটি করেন।
দুই গোল হজম করার পর রিয়াল একটু ধাতস্থ হয়, কিন্তু প্রথমার্ধে কোনো গোল শোধ করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে পুরোপুরি ঘুরে দাঁড়ায় রিয়াল। ৬০তম মিনিটে রুডিগারের হেড থেকে প্রথম গোলটি শোধ করে মাদ্রিদ। এরপর মাত্র দুই মিনিটের ব্যবধানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র সমতাসূচক গোলটি করেন।
৮৩তম মিনিটে লুকাস ভাসকেসের দুর্দান্ত গোল রিয়ালকে ৩-২ গোলে এগিয়ে নেয়। এরপর ৮৬তম মিনিটে ভিনিসিউস তার একক দক্ষতায় দলের হয়ে চতুর্থ গোলটি করেন। যোগ করা সময়ে ভিনিসিউসের আরেকটি গোল হ্যাটট্রিক পূর্ণ করে এবং রিয়ালের ৫-২ গোলে বিশাল জয় নিশ্চিত করে।
এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ নবম স্থানে উঠে এসেছে, আর সমান পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড রয়েছে ষষ্ঠ স্থানে। দিনের আরেক ম্যাচে অ্যাস্টন ভিলা ২-০ গোলে বোলোনিয়াকে হারিয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।