গাজীপুরে এক রাতে তিনটি বাসে অগ্নিসংযোগ

গাজীপুরে এক রাতে তিনটি বাসে অগ্নিসংযোগ

গাজীপুরে এক রাতে তিনটি স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মহানগরীর ভোগড়া, চক্রবর্তী ও শ্রীপুর এলাকায় গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসন থানার ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে মধ্যরাতে পার্ক করে রাখা একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।এতে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।একই সময়ে, শ্রীপুর উপজেলার বেরাইদের চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসেও দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে ভোগড়া ও শ্রীপুর এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় নবীনগর-চন্দ্রা সড়কের জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও দুর্বৃত্তরা আগুন লাগায়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ঘটনার সময় একজন মিস্ত্রি বাসের নিচে মেরামতের কাজ করছিলেন। তখন একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি আরো বলেন, ‘এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com