বিএনপি মহাসচিবকে নিয়ে ভুয়া অপপ্রচার, পল্টন থানায় অভিযোগ

বিএনপি মহাসচিবকে নিয়ে ভুয়া অপপ্রচার, পল্টন থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি মহাসচিবকে নিয়ে ভুয়া ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে কাওরান বাজারের বাসিন্দা আনিসুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে পল্টন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ থানা এলাকায় বাসিন্দা।

অভিযোগে বলা হয়, আনিসুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে দৈনিক প্রলয় ও জনকণ্ঠ পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া ফটোকাট তৈরি করে বিএনপি ও দলের মহাসচিব সম্পর্কে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক তথ্য প্রচার করে যাচ্ছে। এতে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।

এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে রাকিবুল হাসান নামের এক কর্মী বাদী হয়ে পল্টন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, “একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি মহাসচিবের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। এটি আমাদের নজরে এসেছে। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার সংশ্লিষ্ট কর্মকর্তা। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com