ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত

ব্রাজিলে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালির বাঁধে ধাক্কা খেয়ে উল্টে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল শনিবার (১৮ অক্টোবর) বাহিয়া রাজ্য থেকে ছেড়ে আসা বাসটি পার্শ্ববর্তী পেরনামবুকো রাজ্যের সালোয়া শহরের কাছে দুর্ঘটনায় পড়ে।

বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন। আহতদের তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে, তবে নির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে জানাতে গিয়ে পুলিশ জানায়, চালক প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে বিপরীত লেনে নিয়ে যান এবং রাস্তার পাশে একটি পাথরের সঙ্গে ধাক্কা খান। পরে তিনি সঠিক লেনে ফিরে এলেও বাসটি বালির বাঁধে ধাক্কা খায় এবং সেখানেই উল্টে যায়। চালক সামান্য আহত হয়েছেন এবং তার অ্যালকোহল পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
ঘটনার তদন্ত চলছে।
বাহিয়ার গভর্নর জেরোনিমো টেইক্সেইরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘আমি এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির জন্য গভীরভাবে শোকাহত। আমার প্রশাসন উদ্ধার কার্যক্রম ও ক্ষতিগ্রস্তদের শনাক্তকরণে সহায়তা করছে।’ পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১০,০০০-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে, এপ্রিল মাসে দক্ষিণ-পূর্ব ব্রাজিলে এক বাস দুর্ঘটনায় দুই শিশুসহ ১১ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে সাও পাওলোতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ হারান ১২ জন। গত সেপ্টেম্বরে করিটিবা ক্রোকোডাইলস ফুটবল দলের সদস্যদের বহনকারী বাস উল্টে তিনজন নিহত হন।
সূত্র : দ্য গার্ডিয়ান

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com