সুহানার সাথে প্রেম করলে কঠিন শাস্তি দেবেন শাহরুখ

সুহানার সাথে প্রেম করলে কঠিন শাস্তি দেবেন শাহরুখ

সম্প্রতি এক অনুষ্ঠানে সুহানার কাছে প্রশ্ন করা হয়, ‘কোন অভিনেতার সঙ্গে ডেটে যেতে চান?’ সুহানার উত্তর দিয়েছিলেন ‘সাউথ কোরিয়ার পপসিঙ্গার কাম অ্যাক্টর কাম মডেল কিম জুন মেইয়ন, যিনি স্টেজে সাহু বলে অতি পরিচিত। এর আগে গুঞ্জন শোনা গিয়েছিল, ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে নাকি সুহানার হৃদ্যতা তৈরি হয়েছে। এদিকে শাহরুখ খান জানান মেয়ের প্রেমের ব্যপারে তিনি ভীষণ কড়া। কফি উইথ করণ অনুষ্ঠানে শাহরুখ জানান, যদি কেউ তার রাজকন্যা সুহানার ঠোঁটে চুমু খেতে চায় তখন তিনি সেই ঠোঁট উপড়ে ফেলবেন।

শাহরুখ খান বলেন, ‘মেয়ে যদি প্রেম করে তাহলে বলবো, এই ছেলেটিকে এখনই তোমার জীবন থেকে লাথি মারো। কারণ ও তোমার উপযুক্ত নয়। আমি তোমাকে ভালো ছেলে খুঁজে দেব। অথচ সুহানা নাকি বলিউড আহান পান্ডের সঙ্গে প্রেম করেছেন।বেশ কয়েক বছর আগে ভাইরাল হয়েছিল আহান ও সুহানার ডেটিংয়ের ভিডিও। যেখানে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল দুজনকে। আরও জানা যায়, অমিতাভের নাতি অগস্ত্য নন্দার আগে আহানকেই নাকি মন দিয়েছিলেন সুহানা। আর কিন্তু তাদের বন্ধুত্ব গাঢ় হওয়ার আগেই সুহানার মন জিতে নেন অমিতাভের নাতি।

তবে গুঞ্জনে রয়েছে, অগস্ত্য়র জন্যই নাকি সুহানার জীবন থেকে সরে যান আহান। এরপর অগস্ত্য ও সুহানা মিলে দ্য আর্চি সিরিজে পা রাখেন। আর অন্যদিকে সাইয়ারা ছবির জন্য নিজেকে তৈরি করতে থাকেন আহান পান্ডে। মেয়েকে শাহরুখ বারবার এ কথাও বলেছেন, রাহুল এবং রাজ নামের কোনো ব্যক্তি প্রেমের প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করতে। যদিও এই দুটি নামেই তিনি একাধিক সিনেমায় অভিনয় করেছেন।

( এই ওয়েবসাইটে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 websitenews24.com